সন্ধ্যায় ঝটিকা সফরে ৩৯ তম বইমেলা উদ্বোধন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

395

সংবাদদাতা, মুর্শিদাবাদ:-

বৃহস্পতিবার সন্ধ্যায় চরম উৎসাহ উদ্দীপনার সাথে রাজ্য গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী হাত ধরে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদীপ উজ্জ্বল করে উদ্বোধন করলেন ৩৯ তম মুর্শিদাবাদ বইমেলার।এই অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন রাজ্য শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধু, বিধায়িকা শাওন সিংহ সহ আরো অনেকে। মোট ১৯২ কি বইয়ের স্টল নিয়ে এই বইমেলার সূচনা হয়। আগামী সপ্তাহ খানেক ধরে চলবে এই বইমেলা বলে আয়োজকরা জানান। এদিন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন,”মুর্শিদাবাদের মানুষের মধ্যে ক্রমশ বইয়ের প্রতি আগ্রহ আকর্ষণ বেড়েছে সেই জন্য আমরা বইয়ের স্টল মালিকদের বেশ কিছু বাড়তি সুবিধা দিচ্ছি ফলে আশা করছি আগামী দিনে এইবইমেলা আরো বড় জায়গায় পৌঁছাবে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here