eaibanglai
Homeএই বাংলায়পৌষে ঝাঁটা ফেলতে নেই কেন?

পৌষে ঝাঁটা ফেলতে নেই কেন?

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– পৌষ মাস নিয়ে নানান রকম ধারণা প্রচলিত আছে। যার মধ্যে একটি সবাই শুনে থাকবেন তা হলো পৌষ মাসে ঝাঁটা ফেলতে নেই। কিন্তু কেন এই নিয়ম এর পিছনে কী কারণ? এইসব আমরা খুঁজে বার করবার চেষ্টা করি না শুধু পৌষ মাসে কেউ ঝাঁটা ফেলতে গেলেই চেঁচিয়ে বাড়ি মাথায় করি। কিন্তু আপনার বাড়িতে বেড়ে ওঠা ছোট মেয়েটি যদি হুট করে কারণ জিজ্ঞেস করে তখন বলবেন কারণ তো জানি না ছোট থেকে শুনেছি। তখন সে এই সমস্ত জিনিসগুলোকে কুসংস্কার মনে করে আর তোয়াক্কা করবে না। তাই যদি কোন কিছুকে জানেন তাহলে সেটাকে গোড়া থেকে জানুন তবেই তো বোঝাতে পারবেন কুসংস্কার আর সংস্কারের মধ্যে পার্থক্য।

আমরা সবাই জানি পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। কিন্তু অনেকেই হয়তো জানি না যে, ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলা‌ হয়। বাস্তুশাস্ত্র মতে ঝাঁটাকে যেহেতু লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় সেই কারণে ঝাঁটা রাখার স্থান ও নির্দিষ্ট করা আছে, ভুলভাল জায়গায় ঝাঁটা রাখলে সংসারে গার্হস্থ কলহ নেমে আসতে পারে। এমনকি সপ্তাহে কোন দিন বাড়ির বাইরে ঝাঁটা ফেলবেন তাও নির্দিষ্ট করা আছে বাস্তুশাস্ত্র মতে এই নিয়ে অন্য কোনদিন আলোচনা করা যাবে। মোদ্দা কথা হলো যেহেতু ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় আর পৌষ মাস কে লক্ষ্মী মাস ধরা হয় তাই পৌষ মাসে ঝাঁটা ফেলতে নেই, এর ফলে গৃহ শ্রী হীন হয় বলে মনে করা হয়। তাই পৌষ মাসে ঝাঁটা ফেলতে নেই ছোট থেকে শুনেছি, এটা না বলে বলুন ঝাঁটা না ফেলার কারণটা কী? তবে ভবিষ্যৎ প্রজন্ম সংস্কার ভেবে এই বিষয়গুলি মাথায় রাখবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments