পুত্রদানকারী পুত্রদা একাদশী সধবারাও করেন!

14

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– আজ ২ রা জানুয়ারি হলো পুত্রদা একাদশী। অনেকেই হয়তো জানেন না যে অনেক সধবা মানুষও এই পুত্রদা একাদশী ব্রত হিসেবে পালন করেন, কারণ এর ব্রত মাহাত্মে বলা আছে যে এই একাদশী পালনকারী ব্যক্তি পুত নামক নরক থেকে উদ্ধার পায় আবার এই একাদশীর ব্রতকথায় বলা আছে নিঃসন্তান দম্পতি এই একাদশীর প্রভাবে পুত্র সন্তান লাভ করেছেন, তাই পুত্র লাভের আশায় অনেকেই এই একাদশী পালন করেন।

মহারাজ যুধিষ্ঠিরকে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য বলছিলেন তখন তিনি বলেছিলেন যে, এক অপুত্রক রাজা বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করেও যখন পুত্র সন্তান লাভ করতে পারেননি তখন আশ্রমের মুনিগনের পরামর্শে তিনি মুনিদের সাথে পুত্রদা একাদশী পালন করেন ফলমূল খেয়ে আর এই একাদশীর প্রভাবে তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন।

এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, “নিষ্ঠা সহকারে যারা পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পূত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টোম যজ্ঞের ফল পাওয়া যায়, ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here