নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : আজও অন্ধকারে পড়ে রয়েছে সমাজ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি মানুষ। আর সেই কুসংস্কারের বলি হল এক যুবক। সাপে কামড়ানোর পর সেই সাপের মাথা কেটে বিষ তুলতে গিয়ে, নিজের কেরামতিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার তালদি পূর্ব শিব নগর গ্রামে। মৃত যুবক সমির সর্দার(৩২)। পরিবার সূত্রে, রাতে নিজের ফিসারীতে নজরদারি করতে যায় ওই যুবক । আর সেখানে একটি বিষাক্ত সাপে কামড়ায় সমিরকে। এরপর সে ফিরে যায় পুরানো কুসংস্কারের যুগে। তারপর নিজের বুদ্ধিতে সাপের মাথা কেটে নিজের শরীরে থাকা সাপের বিষ তুলতে যায় সমির। আর সেখানে নষ্ট হয় নিজের মূল্যবান সময়। আর ধীরে ধীরে ঢলে পড়ে মৃত্যুর কোলে। এরপর যখন সে মূর্ছিত অবস্থায় চলে আশে, তখন সে প্রতিবেশী বাড়িতে গিয়ে মাদুর পেতে শুয়ে পড়ে। এরপর তারা জানতে চাইলে সমস্ত ঘটনার কথা খুলে বলে যুবক। আর তারা দেরী না করে যুবকের পরিবারকে খবর দেয়। এরপর তড়িঘড়ি নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে। আর সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মারা যায় ওই যুবক। মৃতদেহ টি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ ।