জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া:- পুরুলিয়ার ঝালদা ১নাম্বার ব্লকের মসিনা গ্রামে সাপ প্রেমী গৌতম পরামানিক এর বাসস্থান| দীর্ঘ প্রায় ২০০৭ সাল থেকে তিনি ঝালদা ১ নাম্বর ব্লক এলাকা ছাড়াও পার্শবর্তী কোটশিলা, জার্গো, ইচাগ, কাঁসরা, ঝালদা শহর, গোকুল নগর প্রভৃতি গ্রামের কোনো ব্যাক্তির বাড়িতে সাপ ঢুকলে ডাক পান সাপ প্রেমী গৌতম। বাড়িতে গিয়ে ধরেন সাপ ও তারপর পার্শবর্তী কোনো গভীর জঙ্গলে সেই সাপ ছেড়ে দেন। বলা বাহুল্য তার নজরে যদি পড়ে যায় কোনো সাপ আহত হয়েছে তাহলে তার প্রাথমিক চিকিৎসাও করান তিনি তারপর জঙ্গলে ছেড়ে দেন| তবে এই সব এলাকায় গোখরো বা স্থানীয় ভাষায় খরিস, কালচে চিতি, রাজ্ সাপ ,মায়াল এই সমস্ত প্রজাতির সাপ এই এলাকায় বেশি পাওয়া যায়|
জানা যায় বেশ কিছুদিন পূর্বে সাপ ধরতে গিয়ে সাপের কামড় ও খেয়েছিলেন সাপ প্রেমিক গৌতম, তবে টাটার একটি হাসপাতালে চিকিৎসার পর আগের মতোই সুস্থ হয়ে উঠেন তিনি, তার পর ও তিনি পুনরায় তার আগের কাজেই করে থাকেন|
ঝালদা বনদপ্তরের এক আধাকিরের সঙ্গে কথা বলে জানা যায় তারাও অনেক সময় গৌতম কে বিভিন্ন স্থানে সাপ ধরতে নিয়ে যান, ওই আধিকারিক এও বলেন তিনি খুব যত্ন সহকারে সাপ ধরতে সক্ষম হন ও ধরে পরে পার্শবর্তী গভীর জঙ্গলে ছেড়েও দেন বলে জানান|