কাশ্মীরে, শিলঙে, দার্জিলিং এ নয় পুরুলিয়ার বেগুনকোদর গ্রামে বরফ পড়লো

4495

জয়প্রাকাশ কুইরি, পুরুলিয়াঃ- রাজ্যের খরাকবলিত উষ্ণতম জেলা পুরুলিয়ার বুকে পাওয়া গেল বরফ। পুরুলিয়া জেলা বেগুনকোদর গ্রাম আগে থেকেই খুব বিখ্যাত ভূতের নামের কারণ। এখানে বেগুনকোদর রেলওয়ে স্টেশনে ভূত আছে একথা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় ফলাও করে বহু বছর ধরে ছাপা অক্ষরে চলে আসছে। কিন্তু সেই কলঙ্ককে মুছে আজ বেগুনকদর গ্রাম উঠে এল রাজ্যের পর্যটন মানচিত্রে। খরা কবলিত উষ্ণতম জেলা পুরুলিয়া হলো ও বেশ কয়েকদিন ধরে শীত জাঁকিয়ে পড়েছে এই জেলায়। রাতের দিকে তাপমাত্রা অস্বাভাবিক রূপে নেমে যাচ্ছে। তারই ফলস্বরূপ গতকাল রাত্রে বেগুনকোদর হাই স্কুলের সামনে একটি বাড়ির খড়ের গাদায় জমে থাকা বরফ দেখতে পান এলাকাবাসীরা। পুরুলিয়াতে বরফ শুনে হাজার হাজার মানুষ ছুটে চলেছেন বেগুনকোদর হাই স্কুলের পাশের ঘরের গাদার দিকে।

জানা গেছে বেশ কয়েকদিন ধরে ঠান্ডার কারণে পুরুলিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় রাতের দিকে তাপমাত্রা অস্বাভাবিক রূপে নিচে নেমে যাচ্ছে। তার মধ্যেই আবার দুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে ওই এলাকায় ঠাণ্ডার প্রকোপ আরো তীব্র আকার ধারণ করেছে। পেশায় ব্যাঙ্ক কর্মী বেগুনকোদর গ্রামের বাসিন্দা তপন কুমার বিদ জানান বেগুনকোদর গ্রামের প্রতিটি বাড়ির খড়ের গাদায় গতকাল রাত্রে ঠান্ডায় বরফ পড়তে শুরু করে। বরফ পড়ার মাত্রা এতটাই ছিল যে পুরো এলাকাটি সাদা হয়ে যায় বরফে। তপন বাবু জানান তার ৬৪ বছর বয়সে তার জীবনে এই দুর্লভ দৃশ্য তিনি প্রথম দেখলেন তাও আবার পুরুলিয়া জেলার বেগুনকোদর গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here