সংবাদদাতা, আউশগ্রামঃ-
প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের স্মৃতির উদ্দেশ্যে আউশগ্রাম বিধানসভা বিজেপির ৫৩ নং মণ্ডল কমিটির উদ্দোগ্যে জয়দেব বাগ্দীর আহ্বানে একটি মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়েজন করা হয়েছিল দেবশালা আপনজন ফুটবল ময়দানে। গুসকরা ফুটবল একাদশ বনাম বনপাস ফুটবল একাদশ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হয় বনপাস একাদশ ১–০ গোলে। প্রধান অতিথি থাকেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ। জেলা সহসভাপতি অমিত দে প্রমুখ।