সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলের পৌরনিগমের ২১ নং ওয়ার্ডের গোবিন্দপুর এবং ৩১ নং ওয়ার্ডের পুরানো স্টেশন এলাকায় সামাজিক সুরক্ষা যোজনা এবং সামাজিক মুক্তি কার্ড প্রদান করলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন শ্রম দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়েছে। এদিন আসানসোলের গোবিন্দপুর এলাকায় বেশকিছু মানুষের হাতে সামাজিক সুরক্ষা যোজনা এবং সামাজিক মুক্তি যোজনার কার্ড তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন আসানসোলের পুরানো স্টেশন এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সুরক্ষা যোজনা এবং সামাজিক মুক্তি যোজনার কার্ড মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে মানুষেরা সরকারি সুযোগ সুবিধা পাবেন। স্বাস্থ্য, শিক্ষা থেকে যাবতীয় সুযোগ সুবিধা এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ১ কোটি ৩০ লক্ষ মানুষ এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় আড়াই লক্ষ মানুষ এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগে মানুষদের শ্রম দপ্তরে গিয়ে নাম লিখিয়ে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হত।তাই এবার থেকে শ্রম দপ্তরের উদ্যোগে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ শুরু করবে।