নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ছেলের সংসারে ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ বাবা। তাই অসুস্থ বাবাকে মাঝরাস্তায় ফেলে রেখে পালাল গুণধর ছেলে। অমানবিক এই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকার মানুষ। প্রত্যশ্রদর্শীরা জানিয়েছেন এদিন সকাল ছ’টা নাগাদ ওই বৃদ্ধকে বাইকে করে নিয়ে এসে এলাকায় বসিয়ে দিয়ে পালিয়ে যান যুবক-যুবতী। প্রথমে বিষয়টি ঠিক ঠাহর করতে পারেননি স্থানীয়রা। পরে বৃদ্ধের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন বৃদ্ধের নাম মুক্তি আকুঁড়ে, ইসিএল-এর প্রাক্তন কর্মী। বাড়ি অণ্ডাল থানার খাস কাজোড়ার সীতাপুকুর এলাকায়। তার বড় ছেলে সন্তোষ ও তার স্ত্রী তাকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেছে। যদিও কেন তারা এমন করল তা তিনি বলতে পারেননি, কিংবা বলতে চাননি। তবে সত্তরোর্দ্ধ বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ নন বলেই অনুমান স্থানীয়দের। তারাই এদিন বৃদ্ধের জলখাওয়ারের ব্যবস্থা করেন। রুটি, আলুভাজা, গুড়, জল খাইয়ে পরে খবর দেন ফরিদপুর থানায়। পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিল্পনগরী জুড়ে।