বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ অসুস্থ অবস্থায় বুধবার হাসপাতালে ভর্ত করা হয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বুধবার সকালে এই খবর প্রকাশ্যে আসার পরই উদ্বেগ ছড়িয়ে পড়ে কলকাতায়। শ্বাসকষ্ট জনিত কারণে এদিন অভিনেতা অসুস্থ হয়ে পরেন। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাইপাস সংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার কিছুক্ষণের মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটে বলেও জানা গিয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে পরীক্ষা করার পর হাসপাতালের ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে খতিয়ে দেখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই স্থগিত রাখা হয়েছে তাঁর হাতে থাকা স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানও।বুধবার সকাল ৯টা নাগাদ শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গল্ফগ্রিনের বাড়িতেই ছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে তড়িঘড়ি রুবির কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটার ফলে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তাররা জানালেন তিনি দ্রুত উন্নতি করছেন। কিন্তু সেদিনও তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয় না। শুক্রবার তাঁর স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী বিকেলের দিকে তাঁকে সাধারণ বেডে দেওয়ার কথা বলেছেন ডাক্তার। বুধবার সকালেই এই ঘটনার খবর প্রকাশ্যে আসা মাত্রই উদ্বিগ্ন ছড়িয়েছিল সকলের মধ্যে। তবে বৃহস্পতিবার এল সুখর। ভালো আছেন এখন তিনি, ডাক্তারদের পক্ষ থেকে জানান হল সেই খবর। বুধবার তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরই সাত সদস্যদের একটি মেডিক্যাল বোর্ড বসানো হয়, তারপরই শুরু করা হয় চিকিৎসা।
Home Flash News দুদিন আইসিইউ-তে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাস্থ্যের উন্নতি ঘটছে দাবি ডাক্তারের