সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার ওন্দায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানোয়ার বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় নির্লজ্জ ও নিজের বৌটাকে ফাঁসিয়ে রেখেছে । লালার কাছ থেকে বউয়ের অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এখন ওর বউ শ্রীঘরে যাওয়ার অপেক্ষায় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জানোয়ার। ওর জন্যই বাংলার এত ক্ষতি হয়েছে।” তিনি আরো বলেন, “তুমি আমার ঘরে হামলা করেছিলে আর এখন সিবিআই তোমার ঘরে কড়া নাড়ছে ।”
পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “তৃণমূলের গুন্ডা বাহিনী বিজিপির ১৩৫ জন কর্মীকে খুন করেছে। আমরা সেগুলো ভুলে যাইনি। ২০২১ সালে বদলা হবে বদলও হবে।” তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “খেলা অবশ্যই হবে, পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূল নেতারা ভোট করতে দেয়নি সেই সমস্ত তৃণমূল নেতারা ২০২১ সালে বুথে যাবে এবং সেখান থেকে খাটিয়ায় করে বাড়িতে ফিরবে।” এমনটাই হুঁশিয়ারি রাজ্য বিজেপির সহ-সভাপতির।