সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর:-
ধর্ষনের চেষ্টায় অভিযুক্ত কে দক্ষিন দিনাজপুর জেলা আদালতের বিচারক গতকাল দোষী সাব্যস্ত করেছেন। সেই অপরাধীর দশ বছরের সশ্রম কারা দন্ড ঘোষনা করলো আজ দুপুরে।

সরকারি উকিল ঋতব্রত চক্রবর্তী জানান, ২০১৬ সালের ৪ঠা নভেম্বর অভিযুক্ত সাধন বর্মন এলাকার এক গৃহবধূকে বাড়িতে একা থাকার সুযোগে তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষন করার চেষ্টা করলে, ওই নির্যাতিতার চিৎকারে গ্রামবাসি ছুটে এসে সাধন বর্মন কে ধরে ফেলে। তপন থানার পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘদিন হাজতবাস করার পর আজ দক্ষিন দিনাজপুর জেলার জেলা আদালতে তার ১০ বছরের সশ্রম কারাদন্ড ঘোষনা করেন বিচারক।