এবারও পুজোয় বিশেষ পরিক্রমা করাবে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম

1278

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ- আমজনতাকে প্রতিমা দর্শন এর সুবিধা করে দিতে এবারও বেশি সংখ্যায় সরকারি বাস রাস্তায় নামাতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। আর সেই কাজের সিংহভাগের দায়িত্ব সামলাতে হবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে এক দফা বৈঠক সেরে ফেলেছে সরকার। তাতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের শীর্ষ কর্তাদের কলকাতা, দুর্গাপুর, আসানসোল শহরে বেশ কিছু বাস দিতে হবে। তাই জোর তোড়জোড় সংস্থার দুর্গাপুর আর বেলঘড়িয়া ডিপোতে। সংস্থার মহানির্দেশক গোদালা কিরণকুমার জানান, “পুজোর সময় বিশেষ পরিষেবার বিষয়ে আমরা নির্দেশিকা পেয়েছি। বাস গুলি চিহ্নিত করণ করে তার সার্ভিসিং করার কাজও শুরু হবে শীঘ্রই।” গত বছর পুজোর পাঁচদিন বিশেষ পরিষেবা দিয়ে রাজ্য পরিবহণ নিয়মগুলি ৯.৬৫ কটি টাকা আয় করেছিল। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ছাড়াও কলকাতায় ভূতল পরিবহণের বুসগুলি বিশেষ পরিষেবায় লাগানো হয়। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাসের জন্য নতুন করে আমরা ১৩২ কোটি টাকা খরচ করেছি। সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না করে পূজাতে বিশেষ পরিক্রমা যাতে করানো হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই সমস্ত পরিবহণ নিগমের কাজ শুরু হয়েছে।” কলকাতায় গঙ্গাবক্ষে থাকবে অনবরত জলপথ পরিবহনের ব্যাবস্থাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here