নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বড় বড় শহরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্গাপুরের খেলার জগৎ। ইতিমধ্যেই দুর্গাপুরে টেবিল টেনিস, বক্সিং, রেসলিং, সুইমিং, কম্পিটিশন হয়ে গিয়েছে বহুবার। এবার পালা “স্পিড রোলার স্কেট” ওপেন চ্যাম্পিয়নশিপের। আজ দুপুর ১২ টা থেকে ২ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ইভেন্টটি।

এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সংস্থার সভাপতি অশোক চান্দক ও অন্যান্য ব্যক্তিবর্গরা। দুর্গাপুরের টেনিস ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে এই খেলা। বিধাননগরের এ.ডি.ডি.এ মার্কেটের কাছে অবস্থিত টেনিস ক্লাবের মাঠে। এই চ্যাম্পিয়নশিপে মূলত দশটি টিম অংশগ্রহণ করছে যার মধ্যে রয়েছেন দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, বোকারো, বর্ধমান, শিলিগুড়ি, কলকাতা, কুলটি, বার্নপুর, ও আরো অনেক জায়গার প্রতিযোগিরা। দুর্গাপুর বাসীর কাছে এইরকম এক নতুন প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ করে দিলন ভি.এস.ইউ অ্যাকাডেমী।
