সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
খানিকটা ব্যতিক্রমীই বটে।এবার খেলার মাঠে ডেঙ্গু সচেতনতায় করা হলো মশারি বিলি। যা দেখে রীতিমত উচ্ছ্বসিত মশারী প্রাপক ক্ষুদে স্কুলের খেলোয়াড়রাও। মুর্শিদাবাদের লালবাগ মহকুমা চক্রে অন্তর্গত ৫০০ উপর প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জনের অধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্পন্ন হওয়া তিনটি মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের হাতে তুলে দেওয়া হয় ডেঙ্গু সচেতনতায় মশারি। জানা যায় তিনটি মহকুমার অন্তর্গত মুর্শিদাবাদ চক্র মোট ২৮ টির মধ্যে ৪৯টি সেরা সেরা চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়।এই ক্রীড়া প্রতিযোগিতা ভগবানগোলার মানিকগঞ্জ ফুটবল মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। লং জাম্প হাই জাম্প আলু দৌড় ২০০ মিটার ১০০ মিটার দৌড় মিলিয়ে মোট ২৮ টি ইভেন্টে অংশগ্রহণ করে ওই প্রতিযোগিরা একটি চক্রের থেকে অবর বিদ্যালয় পরিদর্শক মাঠে হাজির হন প্রতিযোগীদের উৎসাহ দিতে।জানা গেছে অংশ নেওয়া মোট ২২৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় রা জেলাভিত্তিক ও পরবর্তীতে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। এ ব্যাপারে এক স্কুল শিক্ষক সুনীল কুমার সরকার বলেন,”খুদে পড়ুয়াদের এইভাবে মশারি দিয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা এক অভিনব পদক্ষেপ এর ফলে ওদের মধ্যে যেমন সচেতনতা বাড়বে তেমনি অভিভাবকের মধ্যেও এই বিষয়ে আরও বেশি করে সচেতনতা আসবে”।