সংবাদদাতা, বাঁকুড়া : সমাজের কাছে নিজেদের তুলেধরতে নয়, সমাজের পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতেই তাদের উদ্যোগ। বর্তমানে কতজন এই বা আছে যে মানুষের জন্য ভাবে। মানুষের জন্য ভাবে মানুষের জন্য করতে চায় আবার কেউ কেউ মানুষের জন্য কিছু করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় অর্থনীতি অর্থের অভাবে। অনেকেই আবার ইচ্ছে থাকলেও কারোর জন্য কিছু করতে পারে না। তবে বর্তমানে সে দিক থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং সমাজের পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে SRF ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে একেবারে বিনামূল্যে স্পোকেন ইংলিশ এবং হিন্দি ভাষা শেখানো হচ্ছে। এই ইনস্টিটিউটে কচিকাঁচা থেকে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরাও স্পোকেন ইংলিশ এবং হিন্দি ভাষা শিখতে আসছেন। ইনস্টিটিউটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আনোয়ারা খাতুন, পিঙ্কু পানরা বলেন, আমরা এখানে বিনে পয়সায় এত বড় সুযোগ পেয়ে খুবই খুশি। কারণ এখান থেকেই আমরা এই ভাষা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা নিতে পারছি।
SRF ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর SK শইদুল হক জানান, রাজ্যের ভাষা বাংলা হলেও রাজ্যের বাইরে গেলে হিন্দি এবং ইংরেজি ভাষা প্রয়োজন রয়েছে। সে কারণে ছাত্রছাত্রীদের এই ভাষা সম্বন্ধে স্পষ্ট ধারণা দিতে আমাদের এই উদ্যোগ। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে তিনি জানান। এই মুহূর্তে তাদের ইনস্টিটিউটে ৫০ জন ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে বলে তিনি জানা।