ভগবান নারায়ণ আসলে কোথায় থাকেন জানলে চমকে যাবেন! নারদজি সেই সত্য উদ্ধার করলেন অবশেষে

661

সংগীতা চ্যাটার্জী(চৌধুরী),বহরমপুরঃ- একদিন নারদজী ভগবানকে খুঁজছিলেন। ভগবান নারায়ন বৈকুন্ঠে মাতা লক্ষীর সাথে বাস করেন। কিন্তু বৈকুন্ঠে গিয়ে নারদজী দেখলেন যে, ভগবান বৈকুন্ঠে নেই শুধু মা লক্ষ্মী সেখানে বসে আছেন।নারদজী মাকে তখন জিজ্ঞাসা করলেন-“মা প্রভু কোথায় গেলেন?”

নারদজির প্রশ্নের উত্তরে মাতা বললেন-“প্রভু কোথায় গেলেন আমাকে বলেই যান নি।” নারদ জী চিন্তা করছেন, “ মা লক্ষ্মীকে ছেড়ে প্রভু কোথায় চলে গেলেন। প্রভুর প্রিয়া মা লক্ষীকে ছেড়ে তিনি যেখানে গেছেন মনে হয় সে প্রভুর অধিক প্রিয়।” এই কথা ভাবতে ভাবতে নারদজী ঘুরতে ঘুরতে মান সরোবরের কাছে চলে এলেন। সেখানে বড় বড় যোগী তপস্যা করছিলেন গুহাতে বসে। নারদজী ধ্যানযোগে সকলের হৃদয়ে গিয়ে ভগবানকে খুঁজলেন। কিন্তু সেখানেও ভগবান নেই। “ভগবান কোথায় আছেন?” খুঁজতে খুঁজতে ঘুরতে লাগলেন।ঘুরতে ঘুরতে পৃথিবীতে একটা ছোট গ্রামে এসে পৌঁছালেন। তিনি দেখলেন, সেখানে কীর্তন হচ্ছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারী ,হে নাথ নারায়ণ বাসুদেবা। কীর্তন চলছে নিরন্তর। নারদজী কীর্তনের শব্দ শুনলেন।

নারদজী ভাবছেন “ভগবান বৈকুন্ঠে নেয়, যোগীদের হৃদয়ে নেই। তিনি কি এখানে আছেন?” নারদজী একটু ভিতরে গিয়ে দেখলেন কীর্তনের মধ্যে ভগবান আছেন কিনা। নারদজী দেখলেন পঞ্চাশ জন ভক্ত বসে আছে। আসনের উপরে সাক্ষাৎ ভগবান নারায়ণ বিরাজমান। নারদজীও বসে পড়লেন। নারায়ণ নারদজীকে দেখে হাসতে লাগলেন। নারদজী হাসছেন না। ভক্তরা কীর্তন করে চলে গেলেন। নারদজী প্রভুর চরণে গিয়ে পড়লেন। আর ভগবানকে বললেন-“প্রভু আপনি কোথায় থাকেন, সত্যিকারে আপনার থাকার নিবাস কোথায় প্রভু একটু বললেন। আপনাকে বৈকুন্ঠে গেলাম, পেলাম না। যোগীদের হৃদয়ে দেখলাম পেলাম না। এখানে ভক্তরা কীর্তন করছে। ওখানে আপনাকে পেলাম। সত্যিকারে কোথায় থাকেন আপনি?”

প্রভু বললেন-“নারদজী তুমি তো জানো। আমি ভক্ত ছাড়া থাকতে পারি না। যেখানে আমার ভক্তরা নিরন্তর কীর্তন করে। আমি সেখানে থাকি। না আমি বৈকুন্ঠে থাকি, না আমি যোগীদের হৃদয়ে থাকি। আমি তো, ভক্ত যেখানে নিরন্তর আমার নাম কীর্তন করে আমি সেখানে অবস্থান করি নারদ। সেই স্থান আমার প্রিয়।”

হ্যাঁ সত্য তো এটাই যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানেই ভগবান থাকেন। তাই ভক্তিভরে বলুন হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। – ভগবানের এই নাম উচ্চারণ যদি সত্যি সত্যি ভক্তির সাথে করতে পারেন তাহলে ভগবান নিশ্চিত ভাবে আপনার কাছেই বাস করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here