শ্রীনৃসিংহ চতুর্শদশীতে দুর্গাপুর ইস্কনের উদ্যোগে বিশ্ববাসীর রোগ ও শোক মুক্তির উদ্দেশ্যে বিশেষ যজ্ঞানুষ্ঠান

365

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- আজ মঙ্গলবার ভক্তরক্ষক নৃসিংহদেবের আবির্ভাব দিবস। পুরাণ অনুযায়ী ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ রূপে স্বয়ং বিষ্ণু নরসিংহ অবতারে ধরাধমে উত্তীর্ণ হয়েছিলেন ও রাজা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। নৃসিংহদেবের মন্ত্র শত্রুনিধন ও অমঙ্গল দূরীকরণে বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়। তাই অতীতে শাসক ও যোদ্ধারা নৃসিংহের পূজা করতেন।

বর্তমান পরিস্থিতিতে করোনা অসুরের প্রকোপে মানবজাতি। তার উপর রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। এই পরিস্থিতিতে মানবকুলকে দ্রুত রোগ ও শোক থেকে মুক্ত করতে উদ্যোগ নিয়েছে ইস্কনের দুর্গাপুর শাখা। এদিন সকাল থেকে সেখানে আয়োজন করা হয়েছে নৃসিংহ যজ্ঞ ও ধন্বন্তরি যজ্ঞ। বিশ্ব শান্তির জন্য নৃসিংহদেব ও রোগমুক্তির জন্য ধন্বন্তরি যজ্ঞের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে পুজোর বিভিন্ন উপাচার। সেবকরা এদিন উপবাস রেখে এই যজ্ঞে অংশ নিয়ে বিশ্ব কল্যানে ব্রতী হন l ইস্কন দুর্গাপুর শাখার সেবক ঔদার্য চন্দ্র দাস জানান,বিশ্ব শান্তির উদ্দেশ্যেই সদূর দক্ষিণ ভারত থেকে আনা হয়েছে ভগবান নৃসিংহদেবের মূর্তি ও একশো আটটি শালগ্রাম শীলা। দক্ষিণ ভারত থেকে এসেছেন পূজারিও।

ইস্কন মন্দিরের তরফে জানানো হয়েছে কোভিড স্বাস্থ্য বিধি মেনেই এদিন আয়োজন করা হয় ভগবানের পুজো অর্চনা। অন্যদিকে করোনা পরিস্থিতিতে এবারের পুজোয় মন্দিরে ভক্তদের প্রবেশ বিশেষভাবে নিষেধ। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভার্চুয়ালি ভক্তরা পুজোর ভক্তিরস গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here