এই বাংলায় ওয়েব ডেস্কঃ- টিকটক ভিডিও বানানো নিয়ে বসিরহাটের সাংসদ নুসরাত জাহান ও যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তীকে এর আগেও নেটিজেনদের কথা শিকার হতে হয়েছিল। জনপ্রতিনিধি হওয়ার পরে তাদের এইরূপ আচরণ নিয়ে নেটিজেনরা বিরূপ মন্তব্য করেছিলেন। লকডাউনের সময় ও নুসরাতের টিকটক ভিডিও ভাইরাল হয় যেখানে অনেক নেটিজেনরা মন্তব্য করেছিলেন যে-‘বাদুড়িয়ায় নজর নেই, টিকটক এ ব্যস্ত নুসরাত। ‘কিন্তু এই প্রথম নুসরাত ও মিমি কে টিকটক প্রসঙ্গে খোঁটা দিলেন টলিউডের জনপ্রিয় অপর এক অভিনেত্রী। বরাবরই স্পষ্টবক্তা রূপে পরিচিত শ্রীলেখা মিত্র কিছুদিন আগে বলিউডের স্বজনপোষণ নিয়ে একটি বোমা বিস্ফোরণ করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার কারণেই অন্নদাতা হিট হওয়ার পরেও তার মত অভিনেত্রীকে জায়গা দেওয়া হয়নি টলিউডে। তার এই বক্তব্যের পর টলিউডের একাধিক মানুষকে জি ২৪ ঘন্টায় ডেকে আনা হয় এবং টলিউডের স্বজনপোষণ আছে কিনা এ নিয়ে বিস্তর কথা, কাটাকাটি ও হয়। কেউ কেউ টলিউডের স্বজনপোষণের কথাটা স্বীকার করেন, কেউ কেউ পুরোপুরি এড়িয়ে যান। টলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জী শ্রীলেখা কে সমর্থন করে বলেন-এক ই ইন্ডাস্ট্রিতে থেকেও সেই ইন্ডাস্ট্রির ভেতরের কথা প্রকাশ করার সাহস সকলের হয় না। তবে ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ আছে। আমার হাত থেকেও একাধিক কাজ চলে গেছে। জি ২৪ ঘন্টা তে অনেককেই দেখলাম যারা সত্যি টা জানা সত্ত্বেও মুখ খুলতে সাহস পেলেন না। সম্প্রতি শ্রীলেখা মিত্র আবারো একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার কারণে তিনি হয়েছেন ভাইরাল। তিনি সম্প্রতি একটি পোস্টে লিখেছেন যে-“টিকটক বন্ধ তাহলে যাদবপুর বসিরহাটের মানুষ তাদের সংসদের কোথায় দেখতে পাবেন? “এই পোস্টটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লেখেন- “আরে শুনে আমার চোখে জল চলে এলো”!