নিজস্ব প্রতিনিধি,অন্ডাল :
শুক্রবার মহাসপ্তমীর দিন বোনাসের দাবিতে কাজ বন্ধ করে ধরনায় বসল ঠিকা শ্রমিকেরা । ঘটনাটি অণ্ডাল থানার ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির । কোলিয়ারি সূত্রে জানা গেছে এই কোলিয়ারিতে প্রায় আড়াইশো থেকে তিনশো জন ঠিকা শ্রমিক কাজ করেন । প্রতি বছর পুজোর সময় বোনাস দেওয়ার রীতি রয়েছে কোলিয়ারি গুলিতে । কয়েক দিন ধরেই বোনাসের দাবি জানিয়ে আসছে শ্রমিকরা । কিন্তু বোনাস দেওয়ার ব্যাপারে তাঁদের কোনও উদ্যোগ চোখে পড়েনি । ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামে শ্রমিকেরা ।

শ্রমিকদের পক্ষে মতিউর রহমান বিকাশ বাউড়ি তপন বাউড়িরা জানান বৃহস্পতিবার বিকেলে বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার তমাল সরকারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় শুক্রবার সকাল নটার মধ্যে থেকে ঠিকাদারেরা ঠিকা শ্রমিকদের বোনাস মিটিয়ে দেবে । কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঠিকা কর্মীরা বোনাস পায়নি । আন্দোলনকারীদের পক্ষে চঞ্চল বন্দ্যোপাধ্যায় জানান পুজোর বোনাস শ্রমিকদের হকের টাকা । ঠিকাদারেরা সেই টাকা আত্মসাত্ করতে চাইছে । বোনাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি ।