eaibanglai
Homeএই বাংলায়গ্রামের মধ্য দিয়ে ওভারলোড বালি বোঝাই লরি যাতায়াতের বিরুদ্ধে প্রতিবাদ স্কুল ছাত্র,...

গ্রামের মধ্য দিয়ে ওভারলোড বালি বোঝাই লরি যাতায়াতের বিরুদ্ধে প্রতিবাদ স্কুল ছাত্র, ছাত্রীদের

সংবাদদাতা, বাঁকুড়াঃ- গ্রামের মধ্য দিয়ে ওভারলোড বালি বোঝাই লরি যাতায়াতের প্রতিবাদে স্কুল ছাত্রদের নিয়ে প্রতিবাদে সামিল গ্রামবাসীরা। গ্রামের মধ্য দিয়ে বালি বোঝাই ওভারলোড লরি দিনের পর দিন যাতায়াত করছে খারাপ হচ্ছে রাস্তা, যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসী থেকে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষদের। আর তারই প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বড়মানা গ্রামে প্রতিবাদ মিছিল করল গ্রামবাসীরা। মিছিলে শামিল স্কুল পড়ুয়ারাও। স্থানীয়দের দাবি দুর্গাপুর ব্যারেজ গোড়া থেকে সিলামপুর ঘাট পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে। দীর্ঘদিন পর গ্রামের মধ্যে পাকা রাস্তা পেয়ে খুশি হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু দিনের পর দিন বালিবোঝাই ওভারলোড লরি যাতায়াতের ফলে খারাপ হচ্ছে সেই রাস্তা। ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। তাদের দাবি ১০ টনের বেশি এই রাস্তা দিয়ে বালি বোঝাই লরি যাওয়া নিষেধ কিন্তু তার পরেও অধিক বালি নিয়ে রাতের অন্ধকারে এমনকি দিনের বেলাতেও লরি যাতায়াত করছে। এর ফলে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা অন্যদিকে খারাপ হচ্ছে রাস্তা। যেহেতু এই রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া গ্রামবাসীরা যাতায়াত করে। বিক্ষোভকারী এক গ্রামবাসী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমাদের গ্রামে এই রাস্তা তৈরি হয়েছে। তাই ১০ টনের অধিক বালি বোঝাই লরি এ রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে দেবো না । এছাড়াও তিনি বলেন বিভিন্ন বালির ঘাট থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে জেসিবি, পকল্যান্ড দিয়ে বালি তোলা হচ্ছে এটা দ্রুত বন্ধ করতে হবে । তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments