নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:-
এরা সকলেই বাঁকুড়ার বাসিন্দা। কিন্তু পড়াশোনা বা চকুরির তাগিদে এদের সকলকেই থাকতে হয় বাঁকুড়ার বাইরে। এখন কালীপুজোর, দেওয়ালী ও ছট্ পূজোর ছুটি। তাই ওরা সকলেই এখন ফিরে এসেছেন বাঁকুড়ায়।

কলেজ, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ও কয়েকজন চাকুরীজীবী মিলে আজ দিনভর বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় সাইকেলে করে ঘুরে জল সংরক্ষণের প্রচার চালালেন। ফায়ার ব্রিগেড মোড় থেকে এই প্রচার অভিযান শুরু হয় ।

পরে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা, নতুনচটি, কলেজ মোড়, স্কুলডাঙ্গা হয়ে সারা শহর পরিক্রমা করে এই সাইকেল মিছিল পৌঁছায় বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা। শুধু মিছিল করাই নয় মাচানতলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মুখোমুখি হয়ে জল সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয় তাঁদের তরফ থেকে। তাদের দাবি ছুটিতে এসে রকে বসে শুধু নিপাট আড্ডা মারা নয়। জল সংরক্ষণ নাহলে যে কি বিশাল আকারের সমস্যার মধ্যে পড়তে পারে মানবসভ্যতা তা প্রচার করার উদ্দেশ্যেই তারা এই সচেতনতার রেলিতে নেমেছেন।