সংবাদদাতা, বসিরহাটঃ- ধর্ষণের লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন কিশোরী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঢোলটুকারি এলাকায়। ওই কিশোরী উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঢোলটুকারি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে টিউশনি পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। তৎক্ষনাৎ হাসান সর্দার নামে এক প্রতিবেশী যুবক জোর করে ওই কিশোরী কে তুলে নিয়ে যায়। একটি নোংরা এলাকায় ওই ছাত্রী কে ধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের পরেই কিশোরীটি খুব ভীত হয়ে পড়ে। কারন স্থানীয়রা যদি কোনক্রমে এই ঘটনাটি জানতে পারে তাহলে তাদের পরিবার কে অনেক বিদ্রুপ, লাঞ্চনা সহ্য করতে হবে। এই অবস্থায় ওই কিশোরীটি বিষ খায়। কিশোরীর পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় ওই কিশোরী কে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটতে থাকায় সেখান থেকে ওই কিশোরী কে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু এদিন সকাল বেলায় হাসপাতালেই মৃত্যু হয় ওই কিশোরীর। ছাত্রীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর পরিবার। পুলিশ অবশ্য ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ঘটনার কিছুদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি। পুলিশের এই ভুমিকায় ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা।