সংবাদদাতা, কলকাতা :-
বর্তমানে বিটাউনের প্রথমসারির নায়িকাদের মধ্যে তিনি একজন। রিয়ালিটি শো-এর খাতিরে একের পর এক ছবিতে নিজের ছাপ রেখে চলেছে তিনি। এক সময় নীল ছবির জগতে সানিই ছিলেন শেষ কথা, আজ সেই পথ থেকে নিজেকে সরিয়ে এনে বলিউডে তৈরি করেছেন নিজের পরিচিতি। ফলে এখন তাঁকে নিয়ে গর্বও করেন অনেক পরিচালক। সম্প্রতি একটি ওয়েব সিরিজে মুক্তি পেয়েছে সানির জীবনের কাহিনি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের নীল দুনিয়ায় পা রাখার গল্প। এখানেই শেষ নয়, সেখানে ধরা পড়েছিল তাঁর জীবন যুদ্ধের বেশ কিছু কাহিনির কোলাজ। তবে এখন তাঁকে আর সেই ভুমিকায় পাওয়া যায় না। কিন্তু সম্প্রতিই একতা কাপুরের ছবি কামসূত্র-এর প্রস্তাব গ্রভৃহণ করলেন তিনি। একটি একটি ওয়েব সিরিজ। যেখানে মুখ্যভূমিকায় দেখা যাবে নায়িকাকে। তবে এই ছবিতে অভিনয় করার জন্য বেশ কিছু শর্ত রেখেছেন সানি লিওন। স্পষ্টই জানিয়েছেন যে কোনওরূপ আপত্তিকর চরিত্রে অভিনয় করতে নারাজ তিনি। ছবিতে কোথাও যেন তেমন দৃশ্য না থাকে। শীঘ্রই শুরু হবে এই ছবির শ্যুটিং।