সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
কোন রকম আগাম প্রস্তুতি ছাড়াই কার্যত বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ধূমপান রুখতে সারপ্রাইজ অভিযান চালানো হাসপাতাল কর্তৃপক্ষ। এই অভিযান স্থানীয় পুলিশকে সাথে নিয়ে হাসপাতালের সুপার দেবদাস সাহা সহ স্বাস্থ্যকর্মীরা চালায়।

সেইমতো এই অভিযান কে ঘিরে রোগীর পরিবারের লোকজন থেকে শুরু করে হাসপাতাল চত্বরে আসা যে কেউ, এমনকি খোদ রোগীকেও রেয়াদ করা হয়নি এই অভিযান থেকে বলেই জানান হাসপাতাল সুপার। হাতে কিংবা মুখে বিড়ি সিগারেট দেখলেই তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে ফাইন করা শুরু করতে থাকে অভিযান চালানো দলটি।

হাসপাতাল সুপার বলেন,”নিয়ম মেনে মুসলমান কলেজ হাসপাতাল চত্বরে স্মোকিং ফ্রি জোন ঘোষণা করা হয়েছে ফলে আগামী দিনে আরও কঠোর ভাবে এই অভিযান ও আর্থিক জরিমানা একসাথে চলবে প্রয়োজনে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে”