সংবাদদাতা ,মুর্শিদাবাদ:-
শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দৌলতাবাদের অভিরামপুর নওদাপাড়া। এদিন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত নানান বিষয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে নাম থেকে শুরু করে বাড়ি বয়স সংক্রান্ত নানান তথ্য চাইতে গেলে আচমকা রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এন আর সি আর সিএএ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এই গুজবে মহিলা আশাকর্মী অর্চনা মন্ডল আইসিডিএস কর্মী মমতাজ বিবি কে এলাকায় গৃহবন্দি করে রাখে উত্তেজিত একদল মানুষ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দৌলতাবাদ থানার বিশাল পুলিশবাহিনী। গ্রামবাসীদের সাথে দীর্ঘক্ষন আলোচনা শেষে দৌলতাবাদ থানার ওসি ময়ূরী ঘোষ উত্তেজিত জনতার হাতে আটকে থাকা ওই দুই মহিলা সরকারি কর্মীকে উদ্ধার করে।