সংবাদদাতা, বাঁকুড়াঃ-
গত ২৭ শে নভেম্বর হায়দ্রাবাদের শামসাবাদ এলাকায় চার ট্রাকচালক ও খালাসী মিলে ২৫ বছর বয়সী এক তরুণ চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ করে খুন করে। তারপর নিশংসভাবে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারে সেই তরুণীকে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাদের চিহ্নিত করে গ্রেফতার করেন।

সারা দেশজুড়ে অপরাধীদের ফাঁসির দাবিতে সরব হয়েছিল সারাদেশ। আজ সকালে অপরাধী চার ব্যক্তিকে তেলেঙ্গানা পুলিশ এনকাউন্টার মেরে ফেলে। এনকাউন্টারে মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয় খুশির আবহাওয়া। সারা ভারত তেলেঙ্গানার পুলিশের এই কর্মকাণ্ডে পুলিশের উপর একদিকে যেমন পুষ্প বৃষ্টি শুরু হয় অপরদিকে পুলিশের নামে জয়জয়াকার ধ্বনি উঠে সবার মুখে। আজ এই খুশিতে বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্রছাত্রীরা এদিন মিষ্টিমুখ করে তেলেঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানাই কলেজ পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা।