বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ- মানুষের কাজে দিন দিন জনপ্রিয় হচ্ছে কলকাতা পুরসভার “টক টু মেয়র” উদ্যোগ। প্রতি বুধবার, সরকারি কাজের দিন পুরসভার মেয়র থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিককে তাই অন্য সব কাজ ফেলে ‘টক টু মেয়র’ নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। অসুবিধা হচ্ছে বেশ কিছু দপ্তরের কাজকর্ম পরিচালনারও। তাই, বদলে যাচ্ছে ‘টক টু মেয়র’ র দিন। “বুধবারের বদলে আমরা এবার থেকে ‘টক টু মেয়র’ পিছিয়ে দিচ্ছি শনিবার দিনে। সপ্তাহান্তে অনান্য সরকারি কাজেরও চাপ বিশেষ থাকে না। তাই এই সিদ্ধান্ত, “জানালেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি আরো জানান”, পুজোর পর আমাদের এই উদ্যোগকে আরো বেশি করে জনমুখী করার একগুচ্ছ পরিচালনা নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্যই হল, আরো বেশি করে, আরো তাড়াতাড়ি মানুষের কাছে পুর পরিষেবা পৌঁছানো। তাই এই ব্যবস্থা”। বুধবার থেকে শনিবার স্থানান্তরই নয়, এবার মেয়রের নির্দেশে ‘টক টু মেয়র’ চলাকালীন পুরসভার প্রতিটি দপ্তরের ফাইলে নজর রাখার জন্য বিশেষ ফাইল ট্র্যাকিং সিস্টেম বসানো হচ্ছে।