তারকেশ্বর গাজন মেলায় কীভাবে সন্ন্যাস ব্রতের পালন হয়?

62

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ চৈত্র মাসে দ্বিতীয় সোমবার গাজন মেলা উপলক্ষে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে তারকেশ্বরে। সকাল থেকেই জল যাত্রীদের ভিড়ে ভরপুর হয়ে রয়েছে শৈব তীর্থ তারকেশ্বর। তারকেশ্বরে শুভ প্রাচীন ঐতিহ্যবাহী গাজন মেলা বা সন্ন্যাস মেলা একমাস ব্যাপী চলে। রাজ্যের বহু জেলা থেকে এই স্থানে ভক্তরা আসেন বাবার মন্দিরে। চৈত্রের শুরুতেই ভক্তরা প্রথমে মন্দিরে আসেন তারপর দুধ পুকুরে স্নান করে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাসব্রত পালনে নিয়োজিত হন, তারপর আগামী এক মাস যাবত তারা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর ফল এবং রাত্রে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত থেকে জীবন যাপন করেন।

এইরকম‌ই একটি চিত্র আজ সকালে ফুটে উঠেছে তারকেশ্বরে যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ বাবার মন্দিরের অভিমুখে চলেছেন, তাদের মুখে একটাই বোল জয় বাবা তারকনাথ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here