এই বাংলায় ডেস্ক: পণ্যের বেশী দাম নেওয়ার অভিযোগ দেশের ঐতিহ্য়বাহী টাটা গোষ্ঠীর বিরুদ্ধে। আর তার শাস্তি হিসেবে ১.৯ কোটি টাকার জরিমানা নির্দেশ দিল নিয়ামক সংস্থা ন্যাশনাল অ্যান্টি-প্রফিটেরিং অথরিটি বা এনএএ। প্রসঙ্গত জনপ্রিয় ক্রোমা ব্র্যান্ডের ভোগ্য ও ইলেকট্রনিক্স পণ্যের খুচরো ব্যবসা করে টাটা গোষ্ঠী। ইনফিনিটি রিটেইলের মাধ্যমে এই ব্যবসা চালায় টাটা। ২০১৯ সালে ডিএসএলআর ক্যামেরা ও পাওয়ার ব্যাঙ্কের উপর কেন্দ্র জিএসটি কমালেও ওই দুই পণ্য়ের দাম কমায়নি ইনফিনিটি রিটেইল। এবিষয়ে একাধিক অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে এনএএ। বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ডিএসএলআর ক্যামেরা এবং পাওয়ার ব্যাংকের দাম কমানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ইনফিনিটি রিটেইলকে জরিমানা করে নিয়ামক সংস্থা। মোট ১ কোটি ৯০ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিন মাসের মধ্যেই জরিমানার অর্থ রাজ্য ও কেন্দ্রীয় উপভোক্তা কণ্যাল তহবিলে জমা দিতে বলা হয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন ইনফিনিটি রিটেইলকে। পাশাপাশি যবে থেকে এই অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছিল সে দিন থেকে ১৮ শতাংশ হারে জরিমানার উপরে সুদ বাবদ অর্থও জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।