eaibanglai
Homeএই বাংলায়একই দিনে রাজ্যে রণক্ষেত্র দুই শিক্ষাঙ্গন, প্রহৃত শিক্ষক

একই দিনে রাজ্যে রণক্ষেত্র দুই শিক্ষাঙ্গন, প্রহৃত শিক্ষক

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের রণক্ষেত্র শিক্ষাঙ্গন। এবার নার্সারির পড়ুয়াকে চড় মারার অপরাধে এক শিক্ষককে ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। ঘটনা পূর্ব বর্ধমানের নবাবহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে, বুধবার স্কুল চলাকালীন নার্সারির এক স্কুল পড়ুয়াকে গালে চড় মারেন স্কুলের এক শিক্ষক। এরপর ওই পড়ুয়া বাড়িতে তার অভিভাবকদের বিষয়টি জানালে কিছুক্ষন পরেই ওই পড়ুয়ার অভিভাবক স্কুলে ঢুকে ক্লাস চলাকালীন সমস্ত পড়ুয়াদের সামনে লাঠি পেটা করেন। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে ক্লাসে থাকা পড়ুয়ারা। স্কুলে ঢুকে এভাবে এক শিক্ষকে বেধড়ক মারধরের ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনায় বিদ্যালয় পরিদর্শকের কাছে রির্পোট তলব করেছে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক। অন্যদিকে একই দিনে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ সংলগ্ন পার্টি অফিস দখলকে কেন্দ্র করে এভিবিপি ও তৃণমূল ছাত্রপরিষদের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ঘটনায় শাসক দলের বিরুদ্ধে কলেজ চত্বরে ৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনী। এবিষয়ে কলেজের অধ্যক্ষ সঞ্জীব সাহা জানান, “কলেজ ক্যাম্পাসের বাইরে কি হচ্ছে তা আমাদের বিষয় নয়। সংঘর্ষ যাতে কোনোভাবে কলেজের ভিতরে না ছড়াতে পারে সেইজন্য পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments