দুর্গাপুরে একরত্তি ছাত্রীকে বেধড়ক মারধর, কাঠগড়ায় গৃহ শিক্ষিকা

15

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– পড়া না পারায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গৃহশিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের সগরভাঙা এলাকার। শিক্ষিকার ওই অমানবিক আচরণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্থানীয় কোকওভেন থানার দ্বারস্থ হয়েছে ছাত্রীর পরিবার।

দুর্গাপুরের সগরভাঙা এলাকার বাসিন্দা পেশায় অটো চালক শ্রীকান্ত দত্ত। তার ৯ বছরের মেয়ে সগরভাঙা আদর্শ বিদ্যাপীঠের তৃতীয়া শ্রেণির ছাত্রী। গত এক বছর ধরে সাগরভাঙা বিদ্যাসাগর আবাসনের বাসিন্দা অঙ্কিতা জানা নামে এক গৃহশিক্ষিকার কাছে টিউশন পড়ে সে। শ্রীকান্তবাবু জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তার মেয়ে গৃহশিক্ষিকার কাছে টিউশন পড়তে গিয়েছিল। কিন্তু বাড়ি ফিরে সে অসুস্থ হয়ে পড়ে। শ্রীকান্তবাবু ও তার স্ত্রী লক্ষ্য করেন তাদের একরত্তি মেয়ের হাতে পায়ে কালশিটের দাগ। মেয়েকে জিজ্ঞাসা করে তারা জানতে পারেন ইংরেজির পড়া দিতে না পায়া গৃহশিক্ষিকা অঙ্কিতা জানা তাকে লাঠি দিয়ে বেধরড়ক মারধর করেছেন। মেয়েকে তড়িঘিড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পর অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি জানিয়ে তার বিরুদ্ধে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন শ্রীকান্তবাবু। শ্রীকান্তবাবুর দাবি শিক্ষিকার ওই হিংস্র আচরণের জেরে তাদের মেয়ের প্রাণহানীও ঘটতে পারতো। প্রথমে গড়িমসি করলেও পরে ওই শিক্ষিকার বিরূদ্ধে অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here