সংবাদদাতা,পুরুলিয়াঃ- ঝালদা স্টেশন পাড়ার বাসিন্দা তথা জার্গো হাইস্কুলের গণিতের শিক্ষক মনোজ কুমার মণ্ডল কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারি পরামর্শে বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন। গত ১১ই সেপ্টেম্বর দুপুরবেলা থেকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন মনোজবাবু। এরপর তড়িঘড়ি চিকিৎসার জন্য তাঁকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। স্টেশন পাড়ায় নিজের বাড়ি থেকে ঝালদা হসপিটালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে মনোজবাবুর এহেন মৃত্যুতে এলাকায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক মনোজ কুমার মণ্ডলের স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঝালদায়।