eaibanglai
Homeএই বাংলায়রামকৃষ্ণ জয়ন্তীতে ভগবান নিয়ে ঠাকুরের বাণী

রামকৃষ্ণ জয়ন্তীতে ভগবান নিয়ে ঠাকুরের বাণী

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- ২১ শে ফেব্রুয়ারি ২০২৩ হলো রামকৃষ্ণ জয়ন্তী। এইদিন রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মদিন। যত পথ তত মতের কথা বলে তিনি সকল ধর্মের মধ্যে সমন্বয় সাধন করে গিয়েছিলেন। আজকের দিনে শুনে নেব তাঁর মুখনিঃসৃত কিছু বাণী।

১। ভগবান‌ই সব:
রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন প্রদীপ যেমন তেল ছাড়া চলতে পারেনা তেমনি একজন মানুষও ভগবান ছাড়া কোনভাবেই বাঁচতে পারে না।।

২। ভগবান ভাবগ্রাহী:
রামকৃষ্ণ পরমহংসদেব আরও বলতেন যে ভগবানের নাম নেওয়ার সময় ভালো কথা ভাবতে, এতে ভালো ফল পাওয়া যায়। উল্টে ভগবানের নাম নেওয়ার সময় যদি কারোর খারাপ চিন্তা করা হয় তাতে খারাপ ফল হয়।

৩। সাকার ও নিরাকারঃ
ভগবান সাকার না নিরাকার। এই দ্বন্দ্ব ঘুচিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সাকার ও নিরাকার দুই রূপেই ভগবান রয়েছেন।

৪। গীতার মূল অর্থঃ
ঠাকুর গীতা সম্পর্কে বলেছিলেন দশবার গীতা গীতা বললে ত্যাগী ত্যাগী হয়ে যায়। অর্থাৎ গীতার মূল অর্থ হলো ত্যাগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments