এই ধরণের মানুষের থেকে ঈশ্বর অনেকদূর চলে যান! বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব

353

সংগীতা চৌধুরী, বহরমপুরঃ- ভগবানকে তো আমরা সবাই চাই। কিন্তু ভগবান কে কীভাবে পাবো তা আমরা কেউ জানিনা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভগবানকে পাওয়া সেই সকল উপায়ের কথা বলেছেন। তিনি বলেছেন ভগবানকে পেতে গেলে কেমন বিশ্বাস ও ভক্তির দরকার ও কেমন মনের দরকার হয়?

রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়,“গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ‌ই গুরু, তার কথা বিশ্বাস করলে, বালকের মত বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়।” বালকের বিশ্বাস কিরকম সে প্রসঙ্গ পরমহংসদেব বলেছেন, “ বালকের কী বিশ্বাস! মা বলেছে ও তোর দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে পাঁচসিকা পাঁচ আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে।‌ মা বলেছে ও ঘরে জুজু। তো পাকা জেনে আছে, ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরুবাক্যে এমন বিশ্বাস চাই।”

কোন কোন বুদ্ধি থাকলে ভগবানকে পাওয়া যায় না তাও পরমহংসদেব বলে দিয়েছেন। তিনি বলেছেন, “স্যায়না বুদ্ধি, পাটোয়ারী বুদ্ধি, বিচার বুদ্ধি করলে, ঈশ্বরকে পাওয়া যায় না।বিশ্বাস আর সরল হওয়া কপট হলে চলবে না। কপট থেকে তিনি অনেক দূর।” অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন কপট ব্যক্তির থেকে ভগবান অনেক দূরে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here