eaibanglai
Homeএই বাংলায়এই গৃহী ভক্তের অভিজ্ঞতার কথা শুনলে হাজার কষ্টেও মনের জোর পাবেন, লড়াই...

এই গৃহী ভক্তের অভিজ্ঞতার কথা শুনলে হাজার কষ্টেও মনের জোর পাবেন, লড়াই করার সাহস পাবেন

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- রামকৃষ্ণ আশ্রম থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এক গৃহী ভক্তের কাছে একবার প্রশ্ন করেছিলাম জীবনে বা সংসারে কীভাবে থাকা উচিত? তিনি তার উত্তরে যা বলেছিলেন তার কিছুটা তার রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের জীবন থেকে পড়ে জানা এবং বাকিটা তার জীবনের অভিজ্ঞতার সাথে মিশ্রিত। ‌ সেই কথায় আজকে বলবো, যা একান্তই ব্যক্তিগত আবেগ,অনুভূতির কথা হলেও তার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার মিশেল রয়েছে।

গৃহী সেই ভক্ত বলেছিলেন, ঠাকুর, মা, স্বামীজীর জীবনী পড়তে পড়তে তাদের ভাব গুলো মনের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে এখন আর আলাদা‌ ভাবে বুঝতে পারি না কোনটা তাদের কথা আর কোনটা আমার কথা। তবু নিজের জীবন থেকে এবং দীর্ঘ ৪০ বছর সংসার করতে করতে যে অভিজ্ঞতা লাভ হয়েছে সে কথায় বলবো।

গৃহী ভক্ত বলতে শুরু করলেন, যে কোনো মানুষের চাহিদা সীমিত থাকলে তাকে কোনো ব্যাপারে কষ্ট পেতে হয় না। ভাবতে হবে আমি যা কিছু পেলাম এটুকুই আমার প্রাপ্য ছিলো। আমার যোগ্যতা অনুযায়ী আমি অতিরিক্ত পাচ্ছি। আমার যোগ্যতা অন্যের তুলনায় বেশি ভাবলেই মনে হবে আমার অনেক বেশি পাওয়ার যোগ্যতা ছিল। কিন্তু ভাগ্য গুনে পেলাম না। কাউকেই ছোট করে ভাবা উচিত নয় আমাকে যাদের সঙ্গে প্রতিনিয়ত চলতে হবে তাদের কোথায় দুর্বলতা সেটা জেনে আমাকে চেষ্টা করতে হবে দুর্বল জায়গাটা শক্ত ও দৃঢ় করতে সাহায্য করা‌ তাদেরকে। সবসময় ভালো চিন্তা মনের মধ্যে জাবর কাটার মত চালিয়ে যেতে হবে। তাহলে খারাপ চিন্তা মনে জায়গা পাবে না।

এমন কোন কথা কাউকে বলা উচিত না যাতে অন্যের মনের দুঃখ বা আঘাত লাগে। বাহ্যিক ব্যবহার অতি সুন্দর করা একান্ত প্রয়োজন। প্রত্যেকের ব্যক্তিগত নিজস্ব মূল্যবোধ অবশ্যই থাকে এবং সেটা সংসার জীবনের পক্ষে মনে রাখা দরকার। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের মূল্যবোধ বজায় রেখে ব্যবহার করি তবে যে কোনো সম্পর্কই টিকে থাকবে। ছোট বড় প্রতিটা ক্ষেত্রে এই কথা গুলো একইভাবে প্রযোজ্য। ভালোবাসা এতো সুন্দর এতো পবিত্র এই ভালোবাসার কোন মাপকাঠি নেই। তুমি যতই দাও না কেন ফুরোবে না, তাই ভালোবাসাতে কৃপণতা করতে নেই।

জ্ঞান অর্জন জীবনে একান্ত দরকার। জ্ঞান হলেই ভক্তি, ভক্তি হলেই বিশ্বাস আর বিশ্বাস এলেই জীবনের সব পাওয়া হয়ে গেল।”

(রামকৃষ্ণ আশ্রম থেকে দীক্ষিত গৃহী সেই ভক্তের থেকে তার অভিজ্ঞতার কথা শুনে ঋদ্ধ হয়ে ফিরে এলাম। কোথাও না কোথাও গিয়ে মনে জোর পেলাম আমিও। তাই আজ আপনাদের উদ্দেশ্যে এই লেখা লিখেছি যাতে আপনারাও পড়ে ঋদ্ধ হতে পারেন)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments