সংবাদদাতা , বিষ্ণুপুরঃ- পর্যটক শূণ্য মন্দির নগরী বিষ্ণুপুর। সৌজন্যে করোনার দ্বিতীয় ঢেউ। আর যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ ব্যবসায়ী, টোটো চালক থেকে গাইড সকলকেই। ফলে দিন আনি দিন খাওয়া এই মানুষ গুলির রুটি রুজিতে টান পড়েছে। চরম আর্থিক সমস্যায় দিন কাটাচ্ছেন তারা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর পরই সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার তরফে তাদের তত্বাবধানে থাকা বিষ্ণুপুর সহ সারা দেশের যাদুঘর, সৌধ, মন্দির, ইত্যাদি জায়গায় সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, মল্লরাজাদের এক সময়ের রাজধানী, মন্দির নগরী হিসেবে পরিচিত বাঁকুড়ার । বিষ্ণুপুরে সারা বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন। রাসমঞ্চ, জোড় বাংলো মন্দির, দলমাদল কামান, শ্যামরায় মন্দির, মদনমোহন মন্দির, দেবী মৃন্ময়ীর মন্দির সহ অসংখ্য টেরাকোটার কারুকাজ সমৃদ্ধ অসংখ্য প্রাচীণ মন্দির এখানে রয়েছে। ফলে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকতো। কিন্তু কোভিড আবহে একেবারে পর্যটক শূণ্য মন্দির নগরী।