সংবাদদাতা, বহরমপুর:
চুক্তির পুনর্নবীকরণ এর দাবিতে মুর্শিদাবাদের ২৫ টি কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রের প্রায় ১৫০অস্থায়ী কর্মীরা বহরমপুর এর প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে আমরণ অনশন শুরু করলেন। রবিবার এই ঘটনায় প্রশাসনিক মহলের চাঞ্চল্য দেখা দেয়। মূলত তাদের দাবি, চুক্তির ভিত্তিতে ধান ক্রয় কর্মী নিয়োগের পরীক্ষা হয় মাস কয়েক আগে। সেই নিয়োগের ভিত্তিতে তাদের ছয় মাস পরে পুনর্নবীকরণ এর কথা বলা হলেও আজও পর্যন্ত তাদের পুনর্নবীকরণ করা হয়নি। তাই বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছেন সারাবাংলা ধান কয় কর্মী সংগঠনের পক্ষ থেকে। এই ব্যাপারে আন্দোলনকারীদের মধ্যে একজন শরিফুল শেখ বলেন, আমাদের প্রথমবারের চুক্তি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আর যাতে আমাদের কাজে রাখতে না হয় সেই জন্যেই প্রশাসন এই ফন্দি এঁটেছে। তবে আমরাও চুক্তি পুনর্নবীকরণ না হলে এই অনশন চালিয়ে যাব”। এদিকে মুর্শিদাবাদ জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন,”চুক্তি পুনর্নবীকরণ এর মতো বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি জেলাস্তরে নেয়া কখনোই সম্ভব নয় আমরা খাদ্য দপ্তর কে জানিয়েছি সেইমতো সিদ্ধান্ত নেয়া হবে”।