আসানসোলের বারাবনিতে শুভেন্দু অধিকারীর সভা ঘিরে ব্যাপক উত্তেজনা, গাড়ি ভাঙচুর, বাইকে আগুন

340

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- শুভেন্দু অধিকারীর সভা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের বারাবনি থানার গৌরান্ডী এলাকায়। এদিন বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে সভার আয়োজন করা হয়েছিল। যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দেওয়ার কথা ছিল। অভিযোগ শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেওয়ার আগেই এলাকার বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করার পাশাপাশি একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এমনকি বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ নির্বাচনী সভার আগেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here