সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ-
রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই ১৫ তম সামাজিক সংযোগ চলচ্চিত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার প্রসুন ব্যানার্জী,জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নির্ভর করে সত্যজিত রায়ের একটি ডকুমেন্টারি এবং পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগী বিভাগ রুপকলা কেন্দ্রের নির্দেশিত ছায়াছবি ‘ঢেউ’ পদর্ষিত হয়।এছাড়াও এই অনুষ্ঠানে বালুরঘাটের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা দের নিয়ে একটি ইন্ট্রাঅ্যাকটিভ সেশনের আয়োজন ও ছিলো। এই চলচ্চিত্র সম্মেলন উপলক্ষে বালুরঘাটের চলচ্চিত্র প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।