সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
মুর্শিদাবাদ এর সাথে কলকাতা সহ উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল রেল যোগাযোগ। শিয়ালদহ-লালগোলা শাখায় রেল যোগাযোগ অনিয়মিত হয়ে পড়ায়,চরম নাকালে পড়া মানুষজনের কথা ভেবে জেলা প্রশাসন ও সরকারি বেসরকারী বাস মালিক সংঘঠনের পক্ষ থেকে একগাদা কলকাতা গামী বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই প্রশাসন সূত্রে জানা যায়।জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা বলেন,জেলা বাসীর কথা ভেবে প্রশাসন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রবিবার থেকে বাসের সংখ্যা দ্বিগুন করছে”।