সংবাদদাতা, পান্ডবেস্বর-
মাননীয়া মুখ্যমন্ত্রী র অনুপ্রেরণায় পান্ডবেস্বর ব্লক নবগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কুমার ডিহি উৎসব ময়দানে মঙ্গলবার শুরু হল মাটি, কৃষি, উদ্দ্যান পালন, খাদ্য, মৎস্য, সমবায় ও প্রাণী সম্পদ মেলা। এই মেলা চলবে তিনদিন।

মেলা উপলক্ষ্য আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান, যেমন কৃষিজ ও সংশ্লিষ্ট বিষয় প্রদর্শনী, রন্ধন প্রতিযোগিতা। এছাড়াও থাকছে এলাকার কৃতি কৃষক কে পুরস্কার প্রদান। পান্ডবেস্বর ব্লক এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত উৎকৃষ্ট ফসল নিয়ে হাজির মেলা প্রাঙ্গণে।

এই মেলা ঘিরে স্থানীয় কৃষক থেকে সাধারণ মানুষের ভীড় ছিল দেখার মত। এই মেলায় মোট ১৩টি স্টল বসেছে। এই মেলার শুভ সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি মাননীয়া সুভদ্রা বাউরি।