সংবাদদাতা, হাবড়াঃ-
এক পরিচয় হীন শিশুর রক্তাত্ত কাটা মাথা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাসঙ্গে বড়া থানার অন্তর্গত হাসপাতাল রোড এলাকায়। এদিন স্থানীয়রা সকাল বেলায় দেখেন, একটি কুকুর মুখে করে কিছু নিয়ে খেলছে। তারা কাছে যেতেই দেখেন একটি শিশুর রক্তাত্ত কাটা মাথা। তারা বিষয়টি দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন। তবে শিশুটির রক্তাত্ত কাটা মন্ডু পেলেও শিশুটির দেহ এখনো পর্যন্ত মেলেনি স্থানীয়দের দাবি। স্থানীয় বাসিন্দারা এও বলছেন, হয়তো শিশুটিকে অন্য কোথাও খুন করে তার কাটা মাথাটি এখানে ফেলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে এই নারকীয় ঘটনার খবর পৌঁছায় হাবড়া থানার পুলিশ বিভাগের কাছে। ঘটনার খবর পাওয়া মাত্রই হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং পুলিশ শিশুটির কাটা মাথাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে শিশুর কাটা মন্ডুর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে গিয়েছেন। তাই তারা নারকীয় ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। পুলিশ ও গোটা বিষয়টির তদন্তে নেমেছে।