সন্তোষ মন্ডল, আসানসোলঃ- বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের উদ্যোগে ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালন করা হল। আসানসোলে দক্ষিণ থানার সামনে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে তাঁকে সম্মান প্রদশর্ন করেন বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অমরনাথ চ্যাটার্জি, পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম, কল্লোল রায়, বীরেন অধিকারী, আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবনী ও আদর্শ নিয়ে আলোকপাত করেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অমরনাথ চ্যাটার্জি।