সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
সিএএ ও এনআরসি ইস্যুতে শনিবার মুর্শিদাবাদের লালগোলা এম এন একাডেমী মাঠে কংগ্রেসের সম্প্রীতি সভা থেকে বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রের বিজেপি সরকার কে সমানভাবে সমালোচনা করে তুলোধোনা করলেন। শুরুতেই তিনি বলেন,”এই রাজ্যের রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের সাথে হাত মিলিয়ে আদতে কাজ করে চলেছে। তা না হলে মুর্শিদাবাদে সপ্তাহ খানেক আগে যে ঘটনা ঘটেছে তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার। আইন শৃঙ্খলা বজায় রাখতে না পেরে ঘুরিয়ে এই রাজ্যে বিজেপির পথ সুগম করে দিয়েছে তৃণমূল”।পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারের সমালোচনায় সরব হন অধীর। তিনি বলেন,পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের,অথচ আজ এখানেই সংবিধান সঙ্কটে।চারিদিকে বেকারত্ব,জিডিপি হ্রাস,নতুন কারিগরি শিল্পের সঙ্কট তার থেকে দৃষ্টি ঘোরাতেই নয়া এই নাগরিক বিল।হাঙ্গার ইনডেক্স ১১৭টি দেশের মধ্যে ভারত ১০২,আর বাংলাদেশ আমাদের টপকে ৪৪এ অবস্থান করছে। কেন্দ্র সরকার সিটিজেনশিপ বিল ব্যস্ত।আমি নিজে বাংলাদেশি, আমার বাপ ঠাকুরদা ওই দেশের,আমি ৫বারের সাংসদ বিজেপির ক্ষমতা থাকলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিক”।