সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
চাষের জমিতে জল দেওয়ার সময় জমির পাশের বিদ্যুতের খুঁটিতে ঝুলতে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বছর ৩২ এর এক যুবকের। মৃত যুবকের নাম নন্দ দুলাল দাস। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়োয়া থানার হাট বাগান এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। জানা যায় জমিতে কাজ করার সময় অসাবধানতা জনিত কারণে ওই যুবকের পা বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে যায়। আশেপাশের মানুষ ছুটে এলে তাকে উদ্ধারের চেষ্টা করে। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ওই তার থেকে তার পা মুক্ত করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।