সংবাদদাতা, মুর্শিদাবাদ:
প্রতীমা ভাসানের আগে সন্ধ্যায় আনন্দে এলাকায় একদল যুবকের আতশবাজির জেরে আগুনে মুর্শিদাবাদের দৌলতাবাদের সাহা মার্কেটের একটি অভিজাত স্টেশনারি দোকান পুরো ভষ্মীভূত হয়ে যায়।আগুনের ব্যাপকতায় আশেপাশের দোকানীরা ছুটে আসে বাইরে।আগুন ছড়িয়ে পড়তে থাকায় পার্শ্ববর্তী ডোমকল ও বহরমপুর থেকে দমকলের ২ইঞ্জিন ঘটনা স্থলে ছুটে আসে আগুন নিয়ন্ত্রনে।জানা যায়,দোকান মালিক বাপি সেন এই ঘটনা জানতে পেরেই ছুটে আসেন।তবে ততক্ষনে সব ভষ্মীভূত হয়ে যায়।প্রায় ২-২.৫ লাখ টাকার ক্ষয় -ক্ষতি হয় বলেই প্রাথমিক অনুমান স্থানীয়দের।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।