সংবাদদাতা, বাঁকুড়া :-
রাজ্য ব্যাপি দলীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলায় প্রথম ‘গান্ধী সংকল্প যাত্রা’র সূচণা করলেন বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। শুক্রবার তিনি ইন্দপুর বাজারে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি বিবেকানন্দ পাত্র সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব।

এদিন সাংসদ ডাঃ সুভাষ সরকারের নেতৃত্বে অসংখ্য দলীয় কর্মী সমর্থক ইন্দপুর থেকে বাজার থেকে বাংলা মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। ‘গান্ধী সংকল্প যাত্রা’ থেকেই এদিন পানীয় জলের সংকট রোধ, প্লাষ্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা ও অবাধে গাছ কাটা রুখতে সাধারণ মানুষকে সচেতন করে বিজেপির তরফে প্রচার কর্মসূচী চালানো হয়।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ অক্টোবর থেকে রাজ্যের ৪২টি কেন্দ্রে ‘গান্ধী সংকল্প যাত্রার’ সূচনা করেছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, ঐ দিন থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ব্যাপী রাজ্য জুড়ে এই কর্মসূচী পালিত হবে।