ডেঙ্গুর প্রভাবে আক্রান্তে কাঁকসা রেলপারবাসী

449

সংবাদদাতা, কাঁকসাঃ-

ইতিমধ্যে কাঁকসায় বেশ কয়েক জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত । সে খবর কাঁকসা প্রশাসনের কাছে গেলে বসানো হয় মেডিকেল ক্যাম্প। এই অবধি শেষ। কিন্তু এলাকায় জমা জল বা নিকাশি নালা সাফাই না হওয়ায় জমছে মশার লার্ভা। আর তার জেরেই বাড়ছে এলাকায় মশার উপদ্রব। প্রশাসনের পক্ষ থেকে মশা মারার জন্য কোনোরকম ভাবে এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হোচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এ ছবি কাঁকসার রেল পার এলাকার। ওই এলাকায় অধিকাংশ নিকাশি নালা সাফাই না হবার কারণে জমা জলে বাড়ছে মশার লার্ভা। আর তার জেরেই বেড়েছে মশার উপদ্রব।। সে খবর কাঁকসা প্রশাসনের কাছে গেলে বসানো হয় মেডিকেল ক্যাম্প। এই অবধি শেষ। কিন্তু এলাকায় জমা জল বা নিকাশি নালা সাফাই না হওয়ায় জমছে মশার লার্ভা। আর তার জেরেই বাড়ছে এলাকায় মশার উপদ্রব। প্রশাসনের পক্ষ থেকে মশা মারার জন্য কোনোরকম ভাবে এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হোচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এ ছবি কাঁকসার রেল পার এলাকার। ওই এলাকায় অধিকাংশ নিকাশি নালা সাফাই না হবার কারণে জমা জলে বাড়ছে মশার লার্ভা। আর তার জেরেই বেড়েছে মশার উপদ্রব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here