সন্তোষ মন্ডল,আসানসোলঃ- করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেই আসানসোলের মানুষকে কৃতজ্ঞতা জানালেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এদিন আসানসোলের টিজি মোড়ে নিজের বাসোভবন থেকে মেয়র এবং মেয়রের স্ত্রী এক ভিডিও বার্তায় আসানসোলের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন। মেয়র জিতেন্দ্র জানান এই বিপদের সময় শিল্পাঞ্চলের মানুষ যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ও তাঁদের জন্য প্রার্থনা করেছেন তা তিনি কোনওদিন ভুলবেন না। তিনি বলেন,”শহরের মানুষ তাঁদের সুস্থতা কামনা করে ইশ্বরের কাছে প্রার্থনা এবং আল্লার কাছে দোয়া করেছেন, আর তার জন্যই আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছি।” এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিয়মিত খোঁজখবর নেওয়া ও পরামর্শ দানের জন্য ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে আসানসোলের মেয়র ও মেয়র পত্নী কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপরই মেয়র ও মেয়র পত্নীর সুস্থতার কামনায় আসানসোলের বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা করে তাঁদের অনুগামীরা। অবশেষে করোনা যুদ্ধে জয়ী হয়ে মঙ্গলবার মেয়র এবং মেয়রের স্ত্রী বাড়ি ফিরলেন। অন্যদিকে তাঁদের শহরে ফেরার খবরে খুশি মেয়রের আনুগামীরা ও শহরবাসী। এদিন মেয়রের অনুগামীরা আসানসোলের টিজি মোড়ে মেয়রের বাসভবনের সামনে ফাটকা ফাটিয়ে ও লাড্ডু বিতরণ করে আনন্দে মেতে ওঠেন।